ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ছাত্র-জনতার বিপ্লবে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া-মোনাজাত

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০০:৪৫, ১৬ মার্চ ২০২৫

ছাত্র-জনতার বিপ্লবে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া-মোনাজাত

জুলাই ছাত্র-জনতার বিপ্লবে শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশালের বানারীপাড়া উপজেলা শাখার আয়োজনে দোয়া-মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. খলিলুর রহমান শাহাদাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ মাস্টার আব্দুল মান্নান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোকাম্মেল হোসেন মোজাম্মেল এবং পৌর জামায়াতের আমির মো. কাওসার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন: অ্যাডভোকেট তারিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ, বানারীপাড়া মাহমুদিয়া আলীম মাদরাসার সাবেক অধ্যক্ষ ও জামায়াত নেতা মাওলানা আব্দুল জলিল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল হোসাইন মাস্টার, পৌর জামায়াতের সেক্রেটারি মো. ফাইয়াজুল হক, উপজেলা জামায়াতের সদস্য মাওলানা আতিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক সাব্বির হোসেন সোহাগ প্রমুখ।

আলোচনা শেষে খতিব হাফেজ মাওলানা আল-আমিন হোসাইন দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

নুসরাত

×