ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

এটা বিএনপির আন্দোলন ছিল না: নাহিদ

প্রকাশিত: ০০:১৭, ১৬ মার্চ ২০২৫

এটা বিএনপির আন্দোলন ছিল না: নাহিদ

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে বিভিন্ন পক্ষের ভূমিকা ছিল বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে একধরনের অলিখিত সমঝোতা ছিল বলেও জানান তিনি।

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, "বিএনপি শুরু থেকেই বলেছিল এটি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের নৈতিক সমর্থন আছে। কিন্তু তারা কখনও বলেনি যে এটি তাদের আন্দোলন। এবং এটা তাদের আন্দোলন ছিলোও না।"

তিনি বলেন, সাধারণ মানুষের পাশাপাশি ছাত্রদল, ছাত্রশিবির ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর সহায়তা ছিল। নেতৃত্বের কোন্দল বা ব্যানারবাজি না থাকায় আন্দোলন সফল হয়েছে।

নাহিদ ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিদ্রোহী অংশও আন্দোলনে যুক্ত হয়েছিল। তিনি বলেন, ‘ছাত্রলীগ থেকে যারা বেরিয়ে আন্দোলনে যোগ দেয়, আমরা তাদের বিদ্রোহী বা বিপ্লবী ছাত্রলীগ বলি। তারা না থাকলে আন্দোলন এত বড় হতো না।’

তিনি আরও বলেন, আন্দোলনের শুরু থেকেই সব ছাত্রসংগঠনের মধ্যে সমন্বয় ছিল। তারা নিজ নিজ পক্ষ থেকে লোকবল পাঠিয়ে সহযোগিতা করেছে।

ভিডিও দেখুন: https://youtube.com/shorts/QvDHflI79GE?si=CpisGW5hkEC-Or3J

এম.কে.

×