ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির

প্রকাশিত: ২৩:০২, ১৫ মার্চ ২০২৫

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির

ছবিঃ সংগৃহীত

বিএনপি নেতারা অভিযোগ করেছেন যে, জাতীয় নির্বাচন দেরি করতে নানা ষড়যন্ত্র চলছে। তাদের মতে, সীমিত সময়ের মধ্যে সব ধরনের সংস্কার সম্ভব নয়, তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা।

রাজধানীর পুরবাণী হোটেলে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির সিনিয়র নেতারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকারপ্রধান বিভিন্ন সময়ে নির্বাচন নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন, যা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। তারা বলেন, "এই কথাগুলো আসছে কেন? কেন বলা হচ্ছে যে স্বল্পমেয়াদী সংস্কার হলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে, আর দীর্ঘমেয়াদী হলে তা জুনে অনুষ্ঠিত হবে? এসবের মাধ্যমে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে।"

তারা আরও বলেন, "জনগণ মনে করছে, আসন্ন নির্বাচন নিয়ে যেন একটি তামাশা চলছে। তাই আমরা দাবি করছি, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিন-তারিখ ঠিক করে রোডম্যাপ ঘোষণা করতে হবে।"

সূত্রঃ https://www.youtube.com/watch?v=q82Di7wLeUo

ইমরান

×