
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, কারও লেজুড়বৃত্তি না করে ছাত্রদলের কাজ হবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা। জাতীয়তাবাদী ছাত্রদল তাদের যে ঐতিহ্য যে ভাবমূর্তি তা এখন পর্যন্ত ধরে রেখেছে।
শনিবার (১৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে মাহে রমজান উপলক্ষে ছাত্রদলের আয়োজিত হিজবুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধকালে তিনি এ কথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, যারা ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। ছাত্রলীগের হেলমেট বাহিনী। তারা আজ এই ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে। আগামী দিনে ছাত্রদলের সদস্যরাই করবে রাজনীতি। তারা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করছে। তাদের কর্মকান্ডই ছিল ব্যবসায়ীদের ধরে এনে মুক্তিপণ আদায় করা।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে ছাত্রদল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগ ক্যাম্পাসগুলোয় অপরাধের স্বর্গরাজ্য তৈরি করেছিল।
শহীদ