ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

রাজনৈতিক সংস্কৃতি না বদলালে শত সংস্কারেও লাভ হবে না : আমীর খসরু

প্রকাশিত: ২২:১৩, ১৫ মার্চ ২০২৫

রাজনৈতিক সংস্কৃতি না বদলালে শত সংস্কারেও লাভ হবে না : আমীর খসরু

ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত ১৬ বছর ধরে গুম হয়েছে, খুন হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানায় চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছে, আমার সামনে মৃত্যুবরণ করেছে জেলখানায়। জেলখানায় কোন চিকিৎসা নেই। বেগম খালেদা জিয়াকেও চিকিৎসা দেয় নাই। বাড়িঘর হারিয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যারা বিগত দিনগুলোতে সাহসিকতার সাথে রাস্তায়, এই স্বৈরাচার, ফ্যাসিস্টের সম্মুখীন হয়েছে, তাদের প্রতি অভিনন্দন, আমার অন্তরের অন্তস্থল থেকে তাদের প্রতি শ্রদ্ধা।

শনিবার (১৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, আজকের ইফতার মাহফিলে আমি শুধু এই কথাই বলবো, যেই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, আমাদের অনেক ত্যাগের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে, এটা রাখতে হলে আমাদের আগামী দিনগুলোতে একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষের শেখ হাসিনা পলায়নের পরে, বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল একটা পরিবর্তন হয়েছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে, অনুধাবন করতে হবে। এই প্রত্যাশা পূরণে যার যার অবস্থান থেকে একটি মুক্ত বাংলাদেশ যাতে আমরা পাই, একটি গণতান্ত্রিক বাংলাদেশ যাতে আমরা একটা পাই, একটি সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড পাই, সেটা ব্যবসা হোক, বাণিজ্য হোক, পয়সা হোক, সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড পাই আমরা এবং যার যার যে মেধা আছে, তার ভিত্তিতে যাতে সকলে সমান সুযোগ পায়, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। রাজনীতিতে সংস্কৃতি পরিবর্তন করতে হবে। আমরা একে অপরের প্রতি সহনশীল হতে হবে। আমরা একে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে ।পরস্পর সম্মানবোধ থাকতে হবে।

তিনি আরও বলেন, আমাদের মধ্যে মতভেদ থাকা সত্ত্বেও একে অপরের মতকে সম্মান জানানো, এটা আমাদেরকে শিখতে হবে। নাইলে শত সংস্কার করেও কোন লাভ হবে না। যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি, কোন সংস্কার কোন কাজে আসবে না। আমি সকলের প্রতি একটা আবেদন, যার যার অবস্থান থেকে আগামী বাংলাদেশ গঠনের জন্য আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে, আমাদের দেশের প্রেমিকের সাথে নিয়ে আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী চিন্তা-চেতনায়, যে বাংলাদেশের স্বাধীনতার যে আইডিয়াস, যে আইডিয়াস গুলোকে সমুন্নত রাখতে পারি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে।

আমীর খসরু বলেন, আমরা নিজেদের মত যাতে আমরা চলতে পারি, সকলকে এখানে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। মতভেদ থাকবে, মতপার্থক্য থাকবে, তারপরও একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে এবং আমি আজকে যত তাড়াতাড়ি, বাংলাদেশে যে মালিকানার জন্য, আমরা জনগণের মালিকানার জন্য ১৬ বছর যুদ্ধ করেছি। এই মালিকানা একমাত্র সম্ভব, তাদের বাংলাদেশের জনগণের, তাদের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করে, তাদের প্রতিনিধি নির্বাচিত সংসদ গঠন করে, তাদের নির্বাচিত সরকার গঠন করে, আমরা যত দ্রুত একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পারি, একটি নির্বাচনের মাধ্যমে, তত বেশি মঙ্গল হবে।

তিনি বলেন, একেকটা দিন অতিবাহিত হচ্ছে, গণতন্ত্রহীন দেশ হিসেবে। একেকটা দিন অতিবাহিত হচ্ছে, যেখানে কোন জনগণের প্রতিনিধিত্ব নাই। এক একটিদিন অতিবাহিত হচ্ছে, যেখানে জনগণের ফিডব্যাক নাই। জনগণের সমর্থনবিহীন কোন দেশ, কোন সরকার, পুলিশ আর সরকারি কর্মকর্তা দেশ চালায় না। তাদের মূল শক্তি হচ্ছে জনগণের সমর্থিত নির্বাচিত একটি সরকার। এটাই কিন্তু মূল শক্তি। এটার উপর ভিত্তি করে পুলিশ চলে। এটার উপর ভিত্তি করে সরকারি কর্মকর্তারা চলে।

আমীর খসরু বলেন, সুতরাং জনগণের সমর্থিত সংসদ সরকার ব্যতীত কোনদিনও আপনি একটি সুষ্ঠ গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে পারবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সকলে মিলে দেশটি একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে যাতে নিয়ে যেতে পারি, আমরা সকলে মিলে কাজ করব।

 

 

সূত্র: https://www.youtube.com/watch?v=vfqnau_yzmM

মো. মহিউদ্দিন

×