ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বিএনপি কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না : মির্জা আব্বাস

প্রকাশিত: ২১:৩৬, ১৫ মার্চ ২০২৫

বিএনপি কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না : মির্জা আব্বাস

ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির বিরুদ্ধে যুগে যুগে শত্রু জন্ম হয়েছে, যারা শহীদ জিয়াউর রহমানকে হত্যা করেছে, যারা বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে, যারা ১/১১ এনেছে, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করেছে। সুতরাং আজকে বিএনপির নামে অপবাদ দেওয়া হচ্ছে, বিএনপি ডেকে সব চাঁদাবাজ হয়ে গেছে।

শনিবার বিকালে বিএনপির এক কর্মশালায় মির্জা আব্বাস বলেন, “আমার কথা খুব পরিষ্কার, বিএনপির মধ্যে যদি চাঁদাবাজ কেউ থাকে, দখলদার কেউ যদি থাকে, থাকতে পারে, বিএনপি ফেরেশতা দল না, থাকতে পারে, যদি থাকে, আপনারা দয়া করে থানায় একটা ডায়রি করবেন, আমাকে একটা কপি দিবেন। থানায় পুলিশকে বলে আমাকে একটা কপি দিবেন, যদি থানায় বলতে না পারেন, আমাকে সরাসরি কাগজে লিখে দিবেন। আমি ইনশাল্লাহ এটার ব্যবস্থা নিব।”

তিনি বলেন, “আপনি মনে রাখবেন, এই এলাকা থেকে আমি নির্বাচন করেছি ৯১ সালে। এলাকার লোক আমাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করেছিল। কি কারণে? আমার বয়স তো খুব কম ছিল। আমার বয়স কম ছিল তখন, কি কারণে ভোট দিয়েছিল? যে কারণ আমি এলাকার মানুষকে মন জয় করতে পেরেছিলাম। আমি কোন চাঁদাবাজের প্রশ্রয় দেই নাই, কোন লুটেরা গুন্ডাদের প্রশ্রয় দেই নাই, বিএনপি কোন চাঁদাবাজ, লুটেরা বদমাইশদেরকে প্রশ্রয় দেয় না, দিবেও না।”

তিনি আরো বলেন, “এখন যদি কেউ করে, সেই আওয়ামী লীগ তো আছেই, সঙ্গে নতুন একটা দল জুড়েছে। আবার তাদের নাম কেউ মুখে আনে না। কারণ ভাসুরের নাম মুখে নিতে হয় না। বুঝছেন না! কিছু ভদ্র ভাষায় বলি, একটা খারাপ ভাষা আছে, খারাপ ভাষায় না বলি।

ভদ্র ভাষায় বলি, সকল পাখি তো মাছ খায়, তাই না! নাম হয় মাছরাঙ্গার। মাছরাঙ্গা খালি মাছ খায়, আর কেউ মাছ খায় না! তো সবাই কিন্তু আকাম-কুকাম যা করার করতেছে, শুধু হয় বিএনপির কথা।”

মির্জা আব্বাস বলেন, “আমি পরিষ্কারভাবে বলতে চাই, সবাই যা করছে, বিএনপি তার এক আনাও করতেছে না। বিএনপি চাঁদাবাজি করছে না, বিএনপি দখলদারি করছে না। যারা দুই-একটা খুন খারাপ করতেছে, তারা বিচ্ছিন্ন, তারা বিএনপি নয়। তারা বিএনপি নয়, আমি আবারও বলছি, তারা বিএনপি নয়।”

এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমার এইটুকু কথা আপনারা দরকার শুনবেন, যদি কোন বিএনপির নামে কেউ যদি আপনাদেরকে কষ্ট দিতে চায়, কেউ যদি আপনাদেরকে জ্বালাতন উৎসাহ দেখায়, আমি মির্জা আব্বাস বলে গেলাম, ইনশাআল্লাহ আপনাদের এটার প্রতিকার আমি করবো।”

মো. মহিউদ্দিন

×