ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

সব পাখিরা মাছ খায় দোষ হয় মাছরাঙার: মির্জা আব্বাস

প্রকাশিত: ২০:১৬, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ২০:২০, ১৫ মার্চ ২০২৫

সব পাখিরা মাছ খায় দোষ হয় মাছরাঙার: মির্জা আব্বাস

ছ‌বি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “যারা আন্দোলনে অংশ নিয়েছে, দীর্ঘ ১৭ বছর রাজপথে কষ্ট করেছে, তাদের পরিশ্রমের সুফল নষ্ট করা যাবে না। বিএনপিকে দুর্বল করার অপচেষ্টা চলছে, কিন্তু এ দল এত সহজে ভেঙে পড়ার নয়।”

শনিবার এক বক্তব্যে তিনি বলেন, “কিছু ব্যক্তি ও গোষ্ঠী সংঘবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। দেশ-বিদেশ থেকে বিএনপিকে বিভ্রান্তিমূলক তথ্যের মাধ্যমে জনগণের চোখে খাটো করার চেষ্টা চলছে। কিন্তু এতে কোনো লাভ হবে না।”

তিনি আরও বলেন, “বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে লালিত দল এবং বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত দল। বিএনপি ১৭ বছর ধরে রাজপথে লড়াই করেছে, বহু নেতাকর্মী রক্ত দিয়েছে, জেল-জুলুম সহ্য করেছে। তাই বিএনপিকে ছোট করে, ধ্বংস করার চিন্তা করে লাভ নেই।”

বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মির্জা আব্বাস বলেন, “কিছু ইউটিউবার, কিছু স্বঘোষিত ‘নতুন মুক্তিযোদ্ধা’ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা ভাবছে, বিএনপিকে ধ্বংস করা যাবে। কিন্তু বিএনপি এত সহজে ধ্বংস হওয়ার দল নয়। যারা বিএনপিকে খাটো করতে চায়, তাদের উদ্দেশ্যে বলব— আসুন, সম্প্রীতির রাজনীতি করি, দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি।”

তিনি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো বন্ধ করে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

×