ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ঠান্ডা মাথায়, নরম সুরে কটু কথা বলার ‘মাস্টার’ ছিলেন ড. হাছান মাহমুদ

প্রকাশিত: ২০:০৪, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ২০:০৫, ১৫ মার্চ ২০২৫

ঠান্ডা মাথায়, নরম সুরে কটু কথা বলার ‘মাস্টার’ ছিলেন ড. হাছান মাহমুদ

ছবি: সংগৃহীত

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ । তার প্রতিটি বক্তব্যে থাকতো তুচ্ছ ও তাচ্ছিল্য। পাত্তাই পেত না ভিন্নমতের কেউ। ঠান্ডা মাথায় কটু কথা বলার মাস্টারমাইন্ড ছিলেন বিতর্কিত এই নেতা। বিরোধী দলের বিরুদ্ধে নানা সময় উস্কানিমূলক কথা বলতেন ড. হাসান মাহমুদ। 

কখনও তিনি দাবি করে বলেছেন, দেশের জঙ্গিদের পৃষ্ঠপোষক বিএনপি, আবার কখনও পিলখানা হত্যার দায় চাপিয়েছেন খালেদা ও তারেক জিয়ার উপর। এছাড়াও  নানাসময় বিএনপি বা অন্যান্য বিরোধী দলকে নিয়ে নানা রকম কটু কথা বলতেন এই নেতা। 

শেখ হাসিনা দেশ ছাড়ার পর চুপিসারে দেশ ছাড়েন তিনি। বর্তমানে বেলজিয়ামে সপরিবারে অবস্থান করছেন তিনি। দুর্নীতি করে বিপুল সম্পদের মালিক হয়েছেন বাকপটু এই মন্ত্রী। তবে ক্ষমতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন পাল্টে গেছে হাসান মাহমুদের কথার সুর। সম্প্রতি লন্ডনভিত্তিক একটি টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, গণতন্ত্র পুণরুদ্ধারে প্রয়োজন হলে বিএনপির সঙ্গে একযোগে কাজ করতে চায় আওয়ামী লীগ। তার এই বক্তব্যকে ভূতের মুখে রামনাম বলে সম্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

 

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=STD0ntULiR4

 

শিহাব

×