
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,এই যে আমাদের দল বিএনপির একমাত্র পুঁজি জিয়াউর রহমানের ভাঙ্গা সুটকেস, ছেড়া গেঞ্জি। দলের কর্মী হইয়া মানুষের কাছ থেকে টাকা কাইরা নিবা, এ টেন্ডার ওই টেন্ডারের থাবলা দিবা এটা হবে না।
প্রমাণ পাইলে তাদের এক্সপেল। ইতিমধ্যে অনেককে বহিষ্কার করা হয়েছে। আমি সব জায়গায় বলছি যেখানে এমন ঘটনা ঘটবে, অলরেডি একটা দল বলা শুরু করছে একটা পার্টি খেয়ে গেছে আরেকটা পার্টি খাওয়ার জন্য বসে আছে।সেই দল কিন্তু আবার চাঁদাবাজি করছে, সিরাজগঞ্জের চিনি মিল কে দখল করে আছে? কিন্তু তাদের নাম হয় না।তারা বেহেস্তের টিকেট পাইছে তো তারা ভালো সুতরাং সাবধান প্রত্যেকটা লোক সাবধান হবেন। আমি বলে দিয়েছি কোনো ত্যাগী কর্মী ছাড়া জেলখাটা কর্মী ছাড়া কাউকে পথ দিতে পারবেন না।
সাজিদ