
ছবি: সংগৃহীত
র্যাব-৭ এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান জানিয়েছেন, গুম হওয়ার আগেই তিনি আশঙ্কা করেছিলেন যে, তাকে তুলে নেওয়া হতে পারে। তবে তিনি সবসময় সতর্ক ছিলেন এবং নিজেকে গোপন রাখার চেষ্টা করতেন।
এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি বুঝতে পারছিলাম, আমাকে সুযোগ পেলে নিয়ে যাবে। তাই আমি মোবাইল ফোন ব্যবহার করতাম না, চলাফেরাও করতাম গোপনে।”
তিনি আরও বলেন, “তুলে নেওয়ার মুহূর্তেও আমি প্রতিরোধের চেষ্টা করেছিলাম। আমার কাছে লাইসেন্স করা অস্ত্র ছিল, আমি ১০ মিনিট পর্যন্ত তাদের কন্টেইন করে রাখি। কিন্তু একজন অফিসারের পক্ষে নিজের সৈনিকের ওপর গুলি চালানো সম্ভব নয়। আকস্মিকভাবে পিছন থেকে আঘাত করার পর আমি ভারসাম্য হারিয়ে পড়ে যাই এবং এক সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে যাই। তখনই অস্ত্রটি ড্রপ করে ফেলি এবং পরে পুলিশ তা জব্দ করে।”
সৈনিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সৈনিকদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে না। আমাদের বলা হয় ‘ডু ইট’, আমরা তা-ই করি। এই কারণেই সংস্কার প্রয়োজন, না হলে অন্যায়-অনাচার তৈরি হয়।”
তিনি আরও বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে আছি। তবে যে ভুল বোঝাবুঝি থেকে এসব হয়, তা রোধে পরিবর্তন প্রয়োজন।”
আবীর