ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

আওয়ামী নেতাদের জন্য ভারতীয় নাগরিকত্ব! কী বার্তা দিচ্ছে ভারত?

প্রকাশিত: ১৮:০১, ১৫ মার্চ ২০২৫

আওয়ামী নেতাদের জন্য ভারতীয় নাগরিকত্ব! কী বার্তা দিচ্ছে ভারত?

ছবি: সংগৃহীত

বাংলাদেশের শেখ পরিবারের অন্যতম সদস্য পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল এখন ভারতীয় নাগরিক বিধান মল্লিক। ভারতীয় আধার কার্ডে তিনি বনে গেছেন বিধান মল্লিক। তার বাবার নাম শেখ আবু নাসের হলেও নতুন পরিচয়ে বাবা এখন মদিন্দ্রনাথ মল্লিক।

নতুন পরিচয়ে চষে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে  ওপাশ। বাংলাদেশের সাবেক প্রথম, রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাতিজার এমন কাণ্ডে রীতিমতো চুনকালি পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। রীতিমতো হাস্যরসে পরিণত হয়েছে এই আওয়ামী নেতা। তবে শুধু শেখ জুয়েলই নন, একাধিক সূত্র জানিয়েছে দেশের অন্যতম প্রভাবশালী শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধারকার্ড গ্রহণ করেছেন। 

শেখ জুয়েলের ভারতীয় আধার কার্ডের একটি কপি ইতিমধ্যেই দেশের গণমাধ্যমের হাতে এসে পৌছেছে। ২০১৮ সালে খুলনা-২ সংসদীয় আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন শেখ সালাউদ্দিন। ২০২৪ সালেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। কাগজপত্রে তিনি শেখ সালাউদ্দিন হলেও সর্বত্র তিনি শেখ জুয়েল নামেই বেশি পরিচিত। 

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=umf_kJhmMNE

শিহাব

×