ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ছাত্র রাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে হেলমেট বাহিনী ছাত্রলীগ: এনি

প্রকাশিত: ১৭:৫৭, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৫৮, ১৫ মার্চ ২০২৫

ছাত্র রাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে হেলমেট বাহিনী ছাত্রলীগ: এনি

ছবি: সংগৃহীত।

হেলমেট বাহিনী ছাত্রলীগের নির্যাতন ও দখলদারিত্বের কারণেই ছাত্র রাজনীতির ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনি। তিনি বলেন, তাদের দমন-পীড়নের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জিম্মি ছিল, ছাত্রসমাজ নির্যাতিত হয়েছে এবং মেধার বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হেফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার অনুষ্ঠানে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের প্রশংসা করে এনি বলেন, সংগঠনটির সভাপতি রাকিব ও সাধারণ সম্পাদক নাছির ইতোমধ্যে তাদের বক্তব্য ও কার্যক্রমের মাধ্যমে ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করে যাওয়ার বার্তা দিয়েছে। 

তিনি অভিযোগ করেন, অতীতে ক্যাম্পাসে ব্যবসায়ীদের এনে মুক্তিপণ আদায়, ছাত্রসংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর আধিপত্য বিস্তার ছিল ছাত্রলীগের নিয়মিত কর্মকাণ্ড। তাদের দখলদারীত্বের কারণে মেধাবিকাশ, এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিজ ও ছাত্ররাজনীতির ঐতিহ্য হারিয়ে গিয়েছিল।

এনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল এখন ছাত্র রাজনীতির হারানো ঐতিহ্য ও ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করছে এবং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

সায়মা ইসলাম

×