ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

একমাত্র বামপন্থী এবং কমিউনিস্টরা জনগণের মুক্তির জন্য কথা বলে: প্রিন্স

প্রকাশিত: ১৭:৪৩, ১৫ মার্চ ২০২৫

একমাত্র বামপন্থী এবং কমিউনিস্টরা জনগণের মুক্তির জন্য কথা বলে: প্রিন্স

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)  সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন,যারা ইতিহাস জানে না তারা কি বলল না বলল সেটা আমি গুরুত্ব দিতে চাই না। তবে একটা অনুরোধ করবো কেউ যদি

ইতিহাস নিয়ে চর্চা করে ইতিহাসে ফিরে তাকাতে হবে। একটা গণঅভ্যুত্থান হলে অভ্যুত্থানে নানা শক্তি সমাবেশ ঘটে যেমন আমরা দেখতে পাচ্ছি প্র শক্তি সমাবেশ ঘটে গেছে। তারা নানা সময় নানাভাবে উগ্র কর্মকাণ্ড করার চেষ্টা করছে।তারা মনে করতেই পারে যে শোষণমুক্ত সমাজ সমাজতন্ত্র গঠনের স্বপ্ন দেখে তারাই হচ্ছে তাদের প্রধান শত্রু।

দেখেন এই সরকার আসার পর আমরা আশা করছিলাম তাদের প্রথম কাজ হবে মানুষকে শাস্তি দেওয়া। স্বস্তি দিতে গেলে তো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে হবে। সেটা নিয়ন্ত্রণ করতে গেলে তো বাজার সিন্ডিকেট ভাঙতে হবে। এর জন্য দরকার হচ্ছে পুরো ব্যবস্থা পরিবর্তন। আপনি সাত মাসে দেখেন সরকার সেটি করলো না বলেই পারলো না সুতরাং আমাদের অনেকে ক্ষমতার পরিবর্তন চান ব্যবস্থার পরিবর্তন চান না। তারা তাদের পরিস্থিতি ঠিক রাখতে চায়, একমাত্র বামপন্থী এবং কমিউনিস্টরা জনগণের মুক্তির জন্য কথা বলে।

সাজিদ

×