ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

সংস্কারের আগে নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো সম্পন্ন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৭:১১, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ১৭:১১, ১৫ মার্চ ২০২৫

সংস্কারের আগে নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো সম্পন্ন করতে হবে: মির্জা ফখরুল

ছ‌বি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "সংস্কার অবশ্যই করতে হবে, তবে আগে নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো সম্পন্ন করতে হবে।" তিনি বলেন, "যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার এবং নির্বাচনের পর একটি পার্লামেন্ট গঠন করে বাকি সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া।"

জাতিসংঘের মহাসচিবের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, "তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সময়সীমা নিয়ে আলোচনার প্রয়োজন নেই, কারণ এটি সম্পূর্ণ আমাদের অভ্যন্তরীণ বিষয়।" তিনি আরও জানান, "সংস্কার কমিশনের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তাদের প্রয়োজনীয় সব তথ্য আমরা দিয়েছি। ইতোমধ্যে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।"

বিএনপি মহাসচিবের বক্তব্য অনুযায়ী, দলটি সংস্কার প্রক্রিয়াকে গুরুত্বপূর্ণ মনে করলেও আগে সুষ্ঠু ও দ্রুত নির্বাচনের ওপর জোর দিচ্ছে।

আবীর

×