ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

শেখ হাসিনার পরিবার ও নেতাকর্মীরা চোরের মতো পালিয়ে গেছে: সাইফুল নীরব

প্রকাশিত: ১২:৪৯, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ১২:৫০, ১৫ মার্চ ২০২৫

শেখ হাসিনার পরিবার ও নেতাকর্মীরা চোরের মতো পালিয়ে গেছে: সাইফুল নীরব

ছবি: সংগৃহীত


শেখ হাসিনার পরিবার ও নেতাকর্মীরা চোরের মতো পালিয়ে গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক ভাই গুম হয়েছে, ইলিয়াস আলম, জাকির গুম হয়েছেন। এভাবে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় জেলে গিয়েছেন। তারপরও বিএনপির একজন নেতাকর্মীও রাজপথ ছাড়েনি। তারা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে গেছেন।

সর্বশেষ ৫ আগস্ট যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি। শেখ হাসিনা, তার পরিবার ও তার নেতাকর্মীরা চোরের মতো পালিয়ে গেছে। আজ আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। 

তিনি আরো বলেন, আমরা ভেবেছিলাম ফ্যাসিস্টের পতনের পর আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারব। আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেশি , চুরি ছিনতাই ডাকাতি বেড়ে গিয়েছে, বাংলাদেশের মানুষ ঠিকমতো ইফতার করতে পারছে না। এর কারণ হলো গত ১৬ বছর যে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করত, ঐ সিন্ডিকেটই আজকে বাজার নিয়ন্ত্রণ করছে। 

তিনি বলেন, আমরা ভেবেছিলাম তত্ত্বাবধায়ক সরকার আসার পরে সকল ফ্যাসিস্ট সিন্ডিকেট, আমলাতন্ত্র ভেঙে দিয়ে একটি নতুন সিন্ডিকেট দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। কিন্তু, আমরা দেখতে পাচ্ছি নতুন সরকার আসার পরে তারা সেদিকে লক্ষ্য করছে না। জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। দেশে আজ ধর্ষণ, ছিনতাই বেড়ে গিয়েছে। এই সরকারের কিছু কিছু উপদেষ্টা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এসব সমস্যা না দেখে ক্ষমতার দিকে মনোযোগী হচ্ছেন।

তিনি আরো বলেন, আমরা এই সরকারকে বলতে চাই, বাংলাদেশের মানুষ একটি স্বল্প সময়ের জন্য আপনাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। আপনারা অনতিবিলম্বে বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে জনগণের সেবা করার জন্য প্রতিনিধিদের ক্ষমতা বুঝিয়ে দিন।

সূত্র: https://youtu.be/ciJ2AsN9PJ4?si=N_dokKicOG8vk1nk

মায়মুনা

আরো পড়ুন  

×