
ডা. শফিকুর রহমান
মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত ৮ বছরের শিশু আছিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার গ্রামের বাড়ি গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে তিনি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে যান। এ সময় তার সঙ্গে ছিলেন মাগুরা জেলা জামায়াতের আমির এম এ বাকেরসহ দলের নেতৃবৃন্দ।
পরিবারের সদস্যদের সান্ত্বনা জানিয়ে জামায়াত আমির বলেন, "আমরা কোনো মব জাস্টিসকে সমর্থন করি না। এখানে আছিয়ার পরিবারের দোয়া নিতে এসেছি, তাদের সান্ত্বনা ও সমবেদনা জানাতে এসেছি এবং পাশে দাঁড়ানোর উপায় খুঁজতে এসেছি।"
তিনি আশ্বাস দেন, জামায়াত পরিবারটির পাশে থাকবে এবং তাদের সর্বাত্মক সহযোগিতা করবে। এ সময় তিনি আছিয়ার পরিবারের জন্য আর্থিক সহায়তা ও একটি পাকা বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, "শিশু আছিয়ার হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আমরা চাই, আইনের আওতায় এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন নির্মম ঘটনা আর না ঘটে।"
আশিক