ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

আমরা তো চাই হাসিনা ফেরত আসুক: আবুল হাসান রুবেল

প্রকাশিত: ১১:৫৬, ১৫ মার্চ ২০২৫

আমরা তো চাই হাসিনা ফেরত আসুক: আবুল হাসান রুবেল

ছবি:সংগৃহীত

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে বক্তব্য প্রদান করেছেন। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে প্রতিবেশী দেশ ভারত, তার জনগণের একটি বড় অংশ এবং দেশের প্রথমসারির গণমাধ্যম গুলোর মধ্যে গুজব ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা গেছে।

 

তিনি আরও বলেন, ‘‘সম্প্রতি তারা আবারও গুজব রটানোর কাজে লেগেছে, যা অত্যন্ত অবাক করা বিষয়।’’

রুবেল ভারতের উদ্দেশ্যে বলেন, ‘‘আমরা অনেক আগে থেকেই বলে আসছি, ভারত একটি ঝুলিতে সব ডিম রেখেছিল, কিন্তু সেই ডিমগুলো ফেটে গেছে। যদিও তারা মনে করছে যে, ওই ফাটা ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসবে।’’ তিনি ভারতকে অভিযুক্ত করে বলেন, ‘‘ওরা বিভিন্নভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য এই ধরনের কাজগুলো করছে বলে আমার মনে হচ্ছে।’’ 

 

 

 

এছাড়াও, তিনি দেশের মধ্যে ফেইক নিউজের প্রসঙ্গ তুলে বলেন, ‘‘সারাদেশে যত ফেইক নিউজ প্রচারিত হয়, তার অন্যতম উৎস হলো ভারত। তাদের মেইড আপ স্টোরি অন্যতম।’’ 

শেখ হাসিনার বিচারের প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘‘ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার করছে যে, শেখ হাসিনা ফিরে আসবেন, আমরা সেই বিষয়টি নিয়ে কোনও সমস্যা দেখি না। আমরা চাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক এবং তার বিচার হোক।’’ তিনি আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী কে হবেন, সেটা ভারতের মিডিয়া নির্ধারণ করবে না, তা নির্ধারণ করবে জনগণ।’’ 

 

 

রুবেল সরকারের পক্ষ থেকে দাবি করেন, ‘‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে দেশে ফিরিয়ে আনা বাংলাদেশের সরকারের দায়িত্ব।’’

আঁখি

আরো পড়ুন  

×