ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত থাকলে আছিয়ার মত আর কাউকে ধর্ষিতা হতে হবে না: মোবারক হোসাইন

প্রকাশিত: ১১:৪৯, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ১১:৫০, ১৫ মার্চ ২০২৫

সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত থাকলে আছিয়ার মত আর কাউকে ধর্ষিতা হতে হবে না: মোবারক হোসাইন

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন বলেছেন, সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত থাকলে আছিয়ার মত আর কাউকে ধর্ষিতা হতে হবে না। নারীরা সমাজে নিরাপত্তা, সম্মান ও ইজ্জতের সাথে বসবাস করতে পারবে। তাদের দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকাতে পারবে না। 

তিনি আরও বলেন, মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে তাকওয়ার গুণাবলি অর্জনের জন্য। রোজা মানুষের মাঝে সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহর ভয় সৃষ্টি করে। আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের রোজা যেন শুধু অভুক্ত থাকা না হয়। রোজা পালনের মাধ্যমে আমরা যেন সুন্দর মানুষ এবং সৃষ্টির সেরা মাখলুকাত হতে পারি। 

১৪ মার্চ শুক্রবার ঢাকা মহানগরীর মোহাম্মদপুর সাংগঠনিক পূর্ব থানার ৩২ নং পূর্ব ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত ‘মানবিক সমাজ গঠনে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়।

থানা কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ড সভাপতি হাওলাদার আহমদ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির সদস্য সচিব জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও থানা আমির, মোহাম্মদপুর পূর্ব থানা, থানা সেক্রেটারি আনিসুর রহমান, আব্দুল হাদী, মাওলানা সিরাজুল ইসলাম, মশিউর রহমান, ইসমাইল হোসেন পাটোয়ারী প্রমুখ।

আশিক

আরো পড়ুন  

×