ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী নেতাদের ফেরত এনে বিচার করা হবে: জয়নাল আবেদীন ফারুক

প্রকাশিত: ২৩:২৭, ১৪ মার্চ ২০২৫; আপডেট: ২৩:৩০, ১৪ মার্চ ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী নেতাদের ফেরত এনে বিচার করা হবে: জয়নাল আবেদীন ফারুক

ছবি: সংগৃহীত

প্রশাসনের দুর্বলতার কারণে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা দাবি করেছেন, অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে।

রাজধানীর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় অধিকার আন্দোলনের এক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেন, আওয়ামী লীগ সরকার ও তাদের মন্ত্রী-এমপিরা যেখানেই পালিয়ে থাকুক না কেন, বিএনপি সরকার গঠন করলে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, "তারা বিদেশে আরামে থাকলেও, ইনশাআল্লাহ, বাংলাদেশে ফিরিয়ে এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি ও দমননীতির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছে। তবে জনগণ তাদের দুঃশাসনের জবাব দেবে, এবং বিএনপি ক্ষমতায় এলে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।"

ভিডিও দেখুন: https://youtu.be/AgjzSolN2Jk?si=ds5R5FFUvFqEx_TX

এম.কে.

×