
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৩ ই মার্চ) বিকালে উজানচর সাঈদ মার্কেটের নীচ তলায় জামায়েত ইসলামির দলীয় কার্যালয়ে পবিত্র মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন বাংলাদেশ জামায়েত ইসলামির সভাপতি মাওলানা মোহাম্মদ আলী লিটনের সভাপতিত্বে, উজানচর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার জামায়াতের আমীর মাওলানা কাজী মোহাম্মদ আবুল বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঞ্ছারামপুর উপজেলা সেক্রেটারী মো: শামীম নূর ইসলাম, আরও উপস্থিত ছিলেন উপজেলার কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুফতি মাওলানা কামালউদ্দিন ভূঁইয়া,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের সভাপতি আবু কাউসার,বাঞ্ছারামপুর উপজেলার ব্যবসায়ী ফোরামের সভাপতি নাছির উদ্দীন মুন্সি, উজানচর ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ জাকির খান প্রমূখ।
এ সময় বক্তারা বলেন,দুনিয়া হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র। ইসলামের মূলমন্ত্রই হচ্ছে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি। মূলত; জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও আদর্শিক রাজনৈতিক সংগঠন। তাই গণমানুষের কল্যাণ ও দুঃখ-দুর্দশা লাঘবে সকল পর্যায়ের জনশক্তিকে একযোগে কাজ করতে হবে। রাসূলুল্লাহ (সাঃ) একটি আদর্শ সমাজ গঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এতে তিনি পুরোপুরি সফলও হয়েছেন। তাই রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করেই আমাদেরকে কুরআনের আইন চালু করার প্রচেষ্টা চালানো এবং সে অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করতে হবে।”
একটি আদর্শবাদী সংগঠনের জনশক্তি হিসাবে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সাধ্যমত চেষ্টা করতে হবে। জুলম-নির্যাতন চালিয়ে বা কোন ষড়যন্ত্র করে জামায়াতের অগ্রযাত্রা কোনভাবেই রোধ করা যাবে না। সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই দ্বীনের বিজয় নিশ্চিত করতে হবে।” জামায়াত মানুষের মধ্যে ইসলামের বৈপ্লবিক দাওয়াত দিয়ে যাচ্ছে, তাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আর ঘরে বসে থাকার সুযোগ নেই। দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে ময়দানে থাকতে হবে আপোষহীন।”
“জামায়াত ইসলামী এদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে বদ্ধপরিকর। এক্ষেত্রে সহযোগী ভাই ও বোনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এবং সবাইকে জামায়াত ইসলামির পতাকা তলে এসে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে বাইয়াত গ্রহণের আহবান জানান।
উক্ত আলোচনা সভা শেষে জামায়াতের নেতাকর্মী সহ অতিথিবৃন্দরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
আসিফ