ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

অশ্লীলতাপূর্ণ শিল্প চর্চা করায় দেশে আছিয়ার মতো ঘটনা ঘটছে: জামায়াত নেতা সেলিম

প্রকাশিত: ২২:৫৫, ১৪ মার্চ ২০২৫; আপডেট: ২২:৫৫, ১৪ মার্চ ২০২৫

অশ্লীলতাপূর্ণ শিল্প চর্চা করায় দেশে আছিয়ার মতো ঘটনা ঘটছে: জামায়াত নেতা সেলিম

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বর্তমানে দেশের সাহিত্য, শিল্প এবং সংস্কৃতিতে অশ্লীলতা ও যৌনাবেদনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, যার কারণে সমাজের বিভিন্ন স্তরে অস্থিরতা ও খারাপ ফলাফল দেখা যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, যদি শিল্পীরা ও সাহিত্যিকরা সংস্কৃতি এবং সাহিত্য চর্চায় সৎ, নৈতিক ও ঈমানদার হন, তবে এসব অশ্লীলতা সমাজ থেকে বিদায় নিতে পারে।

মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, "আজকাল অনেক শিল্পী, কবি ও গায়ক কেবল অশ্লীলতা এবং যৌনাবেদনমূলক বিষয় নিয়ে কাজ করছেন। এর ফলে সমাজের চরিত্র ধ্বংস হচ্ছে। যদি আমরা এসব শিল্পী ও সাহিত্যিকদের সঠিক পথে পরিচালিত করতে পারি, তবে আমাদের সংস্কৃতি পুনরুদ্ধার হতে পারে।"

তিনি আরও বলেন, "আজকের গানে, কবিতায় ও নাটকে যে অশ্লীলতা দেখা যায়, তা মুসলিম সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। এমনভাবে শিল্প চর্চা না করে, আল্লাহ ও রাসূলের অনুসরণে শিল্পীদের কাজ করা উচিত।"

সেলিম উদ্দিন বলেন, "বিভিন্ন বিজ্ঞাপনে এখন মেয়েদের অশ্লীলভাবে উপস্থাপন করা হচ্ছে, যা সমাজের নৈতিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে। এই ধরনের পরিস্থিতি মেনে নেওয়া উচিত নয়, বরং আমাদের প্রতিবাদ করা উচিত। আল্লাহর রাসূল বলেছেন, যদি সমাজে কোনো অন্যায় দেখো, তাহলে শক্তি প্রয়োগ করে তা বন্ধ করতে হবে।"

তিনি বলেন, "আমরা যদি একদিকে নামাজ পড়ি এবং অন্যদিকে অশ্লীলতা সমর্থন করি, তবে তা ঈমানের ক্ষতি করবে। দুটি বিপরীত পথ একসাথে চলতে পারে না, আমাদের একদিকেই থাকতে হবে।"

ভিডিও দেখুন: https://youtu.be/Q5WphhzF5oA?si=bBxWdFUpPqKaT4Fz

এম.কে.

আরো পড়ুন  

×