ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

দেশের উন্নতি-অবনতি শুধু রাজনীতিবিদদের দায় নয়: মির্জা আব্বাস

প্রকাশিত: ২২:৪২, ১৪ মার্চ ২০২৫

দেশের উন্নতি-অবনতি শুধু রাজনীতিবিদদের দায় নয়: মির্জা আব্বাস

ছ‌বি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, সত্য প্রকাশ করার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, দেশের নাগরিকরা দুর্ভোগের শিকার হলেও সে সম্পর্কে কেউ লিখছেন না, বলছেন না।

এক আলোচনায় তিনি বলেন, “আজ ঢাকায় বৃষ্টি হলে শহর ডুবে যায়। আমার বাবা-দাদা এই শহরে জন্মেছেন, আমিও এখানে জন্মেছি। এক সময় রাস্তা ছিল পাঁচ ফিট নিচু, এখন রাস্তা পাঁচ ফিট উঁচু, তবু জলাবদ্ধতা রয়ে গেছে। আমি যখন ওয়ার্কস মিনিস্টার ছিলাম, তখন এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে কথা বলেছিলাম—বসুন্ধরা, যমুনা, আরও অনেকের বিরুদ্ধে। কিন্তু সাংবাদিকরা লেখেননি।”

তিনি সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “দেশের উন্নতি-অবনতি শুধু রাজনীতিবিদদের দায় নয়, ৫০ শতাংশ দায় সাংবাদিকদেরও। যদি সত্য প্রকাশ না হয়, যদি সাংবাদিকরা নিরপেক্ষ না থাকেন, তাহলে দেশ এগোতে পারবে না।”

সাগর-রুনি হত্যা মামলার প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, “এই মামলার ১৩ বছর পার হয়েছে, ১১৬ বার চার্জশিট পিছিয়েছে। কিন্তু এটি নিয়ে কেউ বড় করে লেখে না। শুধু চার্জশিট পিছানোর দিন ছোট্ট করে নিউজ হয়।”

তিনি আরও বলেন, “গতকাল আছিয়ার মৃত্যু আমাদের সবাইকে নাড়া দিয়েছে। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি। কিন্তু এরকম ঘটনা কি দেশে আরও ঘটেনি? তনু হত্যা কিংবা আরও অনেক নারীর ওপর নির্যাতনের ঘটনা নিয়ে সাংবাদিকরা কেন কথা বলেন না?”

ব্যবসায়ী ও রাজনৈতিক দলের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “কেন আমরা ১৫০০ কোটি টাকা, ১০০ কোটি টাকার লেনদেনের কথা শুনি? কেন এসব লেখা হয় না?”

আবীর

×