ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন, আমাদের ভুল ধরিয়ে দিন: শফিকুর রহমান

প্রকাশিত: ২২:০৬, ১৪ মার্চ ২০২৫; আপডেট: ২২:০৭, ১৪ মার্চ ২০২৫

আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন, আমাদের ভুল ধরিয়ে দিন: শফিকুর রহমান

ছ‌বি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ একটি জটিল ও সমন্বিত সমাজ ব্যবস্থার অংশ, যেখানে বিপুল জনসংখ্যার চাপে দেশ পরিচালনা করা হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশে উন্নয়ন হয়েছে বলে তিনি স্বীকার করলেও, পূর্ববর্তী শাসকরা দেশের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারেননি বলে মন্তব্য করেন।

তিনি বলেন, “দেশের পরিবর্তনের পরিবর্তে অনেকে নিজেদের বদলেছেন। রাজনীতির মূলনীতি হওয়া উচিত—আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু বাস্তবে রাজনীতিবিদরা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে এ নীতির যথাযথ প্রতিফলন ঘটাতে পারেননি।”

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।”

শফিকুর রহমান আরও বলেন, রাষ্ট্রের তিনটি প্রধান স্তম্ভ—বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইনসভা—এমনভাবে কাজ করা উচিত যাতে স্বচ্ছতা বজায় থাকে। তিনি উদাহরণ হিসেবে বিচারপতি মাহবুব মোর্শেদের কথা উল্লেখ করেন, যিনি স্বৈরাচারী শাসনের চাপের সামনে নতি স্বীকার করেননি।

তিনি সাংবাদিকদের সমালোচনামূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, “আমরা সাংবাদিকদের সমালোচনা স্বাগত জানাই। আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন, আমাদের ভুল ধরিয়ে দিন।”

আবীর

×