
ছবি: সংগৃহীত
মাদারীপুরের রাজৈরে ডেভিল হান্টের অভিযানে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্রাট খান (৩০) ও যুবলীগ নেতা আনজুরুল কাজী অঞ্জকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামের কাঠেরপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সম্রাট খান একই গ্রামের জলিল খান (টুকু) এর ছেলে ও অঞ্জ কাজী হাবিবুর রহমান কাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুর জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এ কারণে রাজৈর উপজেলায়ও আওয়ামী লীগের দুটি গ্রুপ ছিল। এক গ্রুপের নেতৃত্ব দিতেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান এবং অপর গ্রুপের নেতৃত্ব দিতেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম সমর্থিত মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। সম্রাট খান ছিল শাজাহান খান গ্রুপের ছাত্রলীগ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আর অঞ্জ কাজী ছিলেন শাহাবুদ্দিন আহমেদ মোল্লা গ্রুপের যুবলীগ নেতা এবং বর্তমানে রাজৈর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারীর ভাই ।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, চলমান ডেভিল হান্টের অভিযানে তাদের দুইজনকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
আবীর