ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

প্রশাসনের মধ্যেও এমন একটি গোষ্ঠী রয়েছে, যারা এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে কাজ করছে

প্রকাশিত: ২০:৫৭, ১৪ মার্চ ২০২৫; আপডেট: ২০:৫৮, ১৪ মার্চ ২০২৫

প্রশাসনের মধ্যেও এমন একটি গোষ্ঠী রয়েছে, যারা এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে কাজ করছে

ছ‌বি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সরকারের ব্যর্থতার বিষয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদের মদদদাতা গোষ্ঠীর দখলে রয়েছে এবং এর ফলে ন্যায়বিচার ব্যাহত হচ্ছে।

সম্প্রতি এক বক্তব্যে নুরুল হক নুর বলেন, "আমরা প্রতিবাদ চালিয়ে যাব, তবে প্রতিবাদের ধরন ও প্রক্রিয়া নিয়ে নতুন করে ভাবতে হবে। আমরা কি আগের মতো রাজপথ অবরোধ করবো, নাকি অন্য কোনো উপায়ে আমাদের দাবি আদায়ের চেষ্টা করবো?"

তিনি আরও বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো এমন একটি চক্র সক্রিয়, যারা আগের দুঃশাসনের সুবিধাভোগী ছিল এবং এখনও তারা ক্ষমতা ধরে রাখতে চায়। নুর তার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে জানান, সম্প্রতি বিদেশ যাওয়ার সময় তাকে এয়ারপোর্টে বসিয়ে রাখা হয় এবং উর্ধ্বতনদের ক্লিয়ারেন্স নিতে হয়, যা অতীতের দমনমূলক নীতিরই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, "এয়ারপোর্টের কর্মকর্তাদের সহায়তা ছাড়া তো এত মানুষ দেশ ছাড়তে পারতো না। তাহলে বোঝা যাচ্ছে, প্রশাসনের মধ্যেও এমন একটি গোষ্ঠী রয়েছে, যারা এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে কাজ করছে।"

সরকারের ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নুর আরও বলেন, ধর্ষণের বিচার দাবিতে ছয় দিন ধরে শাহবাগে আন্দোলন চলছে, কিন্তু সরকারের চারজন নারী উপদেষ্টার কেউ সেখানে যাননি বা কোনো অবস্থান নেননি। তিনি বলেন, "যারা এতদিন নারী অধিকার নিয়ে সোচ্চার ছিলেন, তারা আজ কেন নিশ্চুপ? একজন ভুক্তভোগী নারী ছয় দিন ধরে শাহবাগে অবস্থান করছেন, অথচ সরকারের কোনো উচ্চপর্যায়ের নারী নেতৃত্ব তার পাশে দাঁড়ায়নি।"

সরকারকে সহযোগিতার বিষয়ে তিনি বলেন, "আমরা সরকারকে সময় দিয়েছিলাম, তাদের গুছিয়ে ওঠার সুযোগ দিয়েছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে, সরকার সেই সময় কাজে লাগাতে পারেনি বরং ব্যর্থতার দিকেই এগিয়ে যাচ্ছে।"

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে আন্দোলনরত শিক্ষকদের ওপর দমনপীড়ন চালানো হয়েছে, যা নিন্দনীয়। তিনি বলেন, "আওয়ামী লীগের মতো শিক্ষকদেরও আজ পুলিশ দিয়ে পেটানো হচ্ছে, গরম পানি ছিটিয়ে তাদের উঠিয়ে দেওয়া হচ্ছে—এটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।"

নুরুল হক নুর তার বক্তব্যে স্পষ্ট করেন যে, সরকারের ব্যর্থতা ও দমনমূলক নীতির কারণে সাধারণ মানুষ ক্রমশ বিক্ষুব্ধ হয়ে উঠছে এবং দেশ এক অগ্নিস্ফুলিঙ্গের দিকে ধাবিত হচ্ছে।

আবীর

×