ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আইনের শাসনের বাংলাদেশ দেখতে চাই : গিয়াসউদ্দিন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৭, ১৪ মার্চ ২০২৫

আইনের শাসনের বাংলাদেশ দেখতে চাই : গিয়াসউদ্দিন

ছবি : জনকণ্ঠ

কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এখনো আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছার জন্য আন্দোলন সংগ্রাম করছি। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চাই, আইনের শাসনের বাংলাদেশ দেখতে চাই, মানুষের মৌলিক অধিকারের বাংলাদেশ দেখতে চাই। এই আন্দোলনে এখনো দেশের সর্ব বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি আন্দোলন করছে। অনেক গণতান্ত্রিক রাজনৈতিক দলও আন্দোলন করছে।

শুক্রবার বিকেলে পবিত্র রজমান উপলক্ষে ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে কুতুবপুর এলাকায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. বিল্লাল হোসেন সভাপতিত্বে ও বিএনপি নেতা নজরুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা ও সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়াসহ বিএনপি’র নেতাকর্মীরা।

গিয়াসউদ্দিন বলেন, ১৯৭১ সালের রাজনীতির ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। পরবর্তী সময় তিনি বিএনপির প্রতিষ্ঠা করেছেন। তিনি বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত করেছেন। বিএনপি’র নেতৃত্বের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের মানুষের মর্যাদা বৃদ্ধি করেছেন। উন্নয়ন এবং অগ্রগতির যে রাজনীতি সে রাজনীতির দ্বারা তিনি তৈরি করে এক ইতিহাস সৃষ্টি তৈরি করে গেছেন।

তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের জন্য দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করার জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আপোষহীনভাবে তিনি সংগ্রামের ভূমিকা পালন করে আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেছেন। তিন তিন বার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। ইতিহাস গড়েছেন। তাদের সুযোগ্য সন্তান আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবনে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা আন্দোলন সংগ্রাম করেছি।

৫ই আগষ্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের কাঙ্খিত বিজয় অর্জিত হয়েছে। বিএনপি যেহেতু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং এদেশের অধিকাংশ মানুষ বিএনপি’র উপর আস্থা রাখে, বিশ্বাস রাখে। এখনো মানুষের প্রত্যাশা বিএনপি যদি আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে মানুষের যে আঙ্খাকা তা পূর্ণ হবে। দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে বিএনপি আবারও কাজ করবে। মানুষের আশা পূরণ করবে। 
 

মোঃ খলিলুর রহমান/মো. মহিউদ্দিন

আরো পড়ুন  

×