ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

যে কারণে আইনি সহায়তা ও স্বাস্থ্য পরামর্শ সেল গঠন করলো বিএনপি

প্রকাশিত: ১৬:২২, ১৪ মার্চ ২০২৫

যে কারণে আইনি সহায়তা ও স্বাস্থ্য পরামর্শ সেল গঠন করলো বিএনপি

ছবি সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যা এবং ভুক্তভোগীদের সহায়তার লক্ষ্যে "নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা ও স্বাস্থ্য পরামর্শ সেল গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৪ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি দেশব্যাপী ৮৪টি সাংগঠনিক জেলায় নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ করবে এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি ও স্বাস্থ্যসেবা প্রদান করবে। এ লক্ষ্যে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এসময় রুহুল কবির রিজভী মাগুরায় ৮ বছরের শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আশিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  

×