ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

বড় দুই দল আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন প্রোগ্রাম করেনি

প্রকাশিত: ১৪:১২, ১৪ মার্চ ২০২৫

বড় দুই দল আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন প্রোগ্রাম করেনি

ছবি:সংগৃহীত

মশিউর রহমান, যুগ্ন সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি,  বেসরকারি টিভি চ্যানেলের এক টক শোতে সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার বিষয়ে কথা বলেন।

 

তিনি বলেন, "এই সরকারের কোন রাজনৈতিক দল নেই, এবং যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামী, তারা সরকারকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করছে না।" 

 

 

তিনি আরো বলেন, "রাজনৈতিক দলগুলো, বিশেষত বিএনপি ও জামায়াতে ইসলামী, এখন পর্যন্ত কোনো সম্মেলন বা দাবিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানাননি।" 

 

 

এছাড়া, পুলিশ বাহিনী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধাগ্রস্ত হচ্ছে এমন প্রশ্নের জবাবে মশিউর রহমান বলেন, "ড. মুহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে পুলিশ বাধা দেওয়ার পর কিছু বামপন্থী ছাত্রসংগঠন পুলিশকে পিটিয়ে রাস্তায় শায়িত করে ফেলে। এভাবে পুলিশ কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে?"

আঁখি

×