
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা বরকত উল্লাহ বুলু নতুন রাজনৈতিক দলের আবির্ভাব এবং তাদের অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি শেখ হাসিনাকে অর্থ সহায়তা দিয়েছেন এবং নতুন দল গঠনে ভূমিকা রেখেছেন, অথচ গণমাধ্যম এসব তথ্য প্রকাশ করছে না।
একটি গণমাধ্যম অনুষ্ঠানে বরকত উল্লাহ বুলু বলেন, "নতুন একটি পার্টি এসেছে, তাদের মুখ ফসকে বেরিয়ে গেছে যে, কেউ শেখ হাসিনার সাথে কবরে যেতে চেয়েছে, কেউ ১৫ কোটি টাকা দিয়েছে, কেউ গাড়ি, কেউ হেলিকপ্টার দিয়েছে। কিন্তু এসব বিষয় মিডিয়ায় আসে না। কেন মিডিয়া এগুলো প্রকাশ করছে না?"
তিনি আরও দাবি করেন, নতুন গঠিত দলকে আর্থিক সহায়তা দিতে নানা মহল থেকে টাকা দেওয়া হচ্ছে, যা বিএনপিকে প্রতিহত করার জন্য ব্যবহার করা হচ্ছে। বরকত উল্লাহ বুলু বলেন, "আপনারা মিডিয়া এসব খবর সামনে আনছেন না, বরং প্রশ্রয় দিচ্ছেন। এই মিডিয়া হাউজগুলো কারা নিয়ন্ত্রণ করে? আমরা সুস্পষ্টভাবে জানতে চাই, শেখ হাসিনাকে কত টাকা দেওয়া হয়েছে? নতুন রাজনৈতিক দলের জন্য কারা কত টাকা খরচ করছে?"
তিনি আরও অভিযোগ করেন, নতুন দলের সঙ্গে প্রশাসনের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। তার ভাষায়, "বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে এক্স-সিএম, চিফ ইঞ্জিনিয়ার, সেক্রেটারি, সরকারি কর্মকর্তারা তদবির করছেন না। কিন্তু এসবের কোনো খবর মিডিয়ায় আসে না।"
এছাড়া ধর্মীয় ইস্যু টেনে এনে বরকত উল্লাহ বুলু বলেন, "একটি ছাত্র সংগঠন প্রচার চালাচ্ছে, যদি কেউ জামায়াতে ইসলাম যোগ দেয়, তবে সে বেহেশতে যাবে। এটা স্পষ্টতই শিরক, যা ইসলামে সবচেয়ে বড় অপরাধ। কিন্তু মিডিয়া এই বিষয়েও নীরব।"
তিনি দাবি করেন, "যারা শেখ হাসিনার পাশে থাকার জন্য শত শত কোটি টাকা দিচ্ছেন, তাদের তালিকা প্রকাশ করা হলে বাংলাদেশের অর্ধেক অপরাধ কমে যাবে।"
আবীর