
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেন, যে মুক্তিযুদ্ধের জন্য যুদ্ধ করতেছি থেকে গুলি খেয়ে পাঁচ ফুট উপরে উঠে গেছে ,বলছে মামা আমার মাকে একটু দেখো। কবর দিয়ে আসছি বর্ডারে, মা পাগল হয়ে গেছে, এই মুক্তিযুদ্ধ ভুলে যেতে হবে আমার? সেই মুক্তিযুদ্ধকে বলি দিতে হবে। যে যুদ্ধ বিধবা করছে আমার বোনকে। আমার বাপকে সন্তানহারা করছে। আমার ভাইকে এতিম করছে ।আমার মাকে ধর্ষিতা করছে, সে মুক্তিযুদ্ধকে ভুলে যেতে হবে ৩০ লাখ মানুষের রক্ত, ছয় মাস তো তারা বলে নাই যে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে কেন বলবে না।
সাজিদ