ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

নাগরিক পার্টিকে জনগণের প্রশ্নের জবাব দেওয়ার যে আহ্বান সাইয়েদ আব্দুল্লাহর

প্রকাশিত: ০৫:৩৫, ১৩ মার্চ ২০২৫; আপডেট: ০৫:৩৫, ১৩ মার্চ ২০২৫

নাগরিক পার্টিকে জনগণের প্রশ্নের জবাব দেওয়ার যে আহ্বান সাইয়েদ আব্দুল্লাহর

ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টির (এনসিপি) আর্থিক উৎস ও রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য তুলেছেন বিশ্লেষক সাইয়েদ আব্দুল্লাহ। তিনি মনে করেন, নবগঠিত এই দলের কিছু কর্মকাণ্ড জনসাধারণের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

বাংলাভিশন টিভি চ্যানেলে সম্প্রচারিত এক টক শোতে অংশ নিয়ে সাইয়েদ আব্দুল্লাহ বলেন, "আমি এনসিপির একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তাদের দল পরিচালনা পদ্ধতি নিয়ে কিছু কথা বলতে চাই। জনগণের প্রশ্ন রয়েছে, এত বড় অফিস কিভাবে চালাচ্ছে তারা? কিভাবে এত বড় জনসমাগম করছে? তাদের দলের অর্থের উৎস কোথায়?"

তিনি আরও বলেন, "নাহিদ ইসলামের পদত্যাগের পরও ছাত্রদের দুজন উপদেষ্টা এখনো সরকারে রয়েছেন। যদি তারা নতুন রাজনৈতিক দল গঠন করেই থাকেন, তবে তাদের সরকার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে রাজনীতি করা উচিত। অন্যথায় সরকারি সুবিধা নিয়ে নিজ দলের জন্য তা ব্যবহার করলে এটি বৈষম্যমূলক আচরণ হবে।"

সাইয়েদ আব্দুল্লাহ মনে করেন, নাগরিক পার্টির কর্মকাণ্ড নিয়ে জনমনে যে প্রশ্ন সৃষ্টি হয়েছে, তার উপযুক্ত ব্যাখ্যা দলটির নিজস্ব অবস্থান থেকে দেওয়া উচিত। অন্যথায় তাদের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সূত্র : https://youtu.be/Vr1wnJqvZbY?si=T48N6vpaJyV3HQMw

আসিফ

×