ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

"শাহবাগের লাকি মেয়েটি কোন প্রেতাত্মা আমরা সবাই জানি"

প্রকাশিত: ০৩:৫২, ১৩ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল সম্প্রতি আশিয়ান টেলিভিশনের একটি টক শোতে শাহবাগ আন্দোলন ও লাকি আকতারকে নিয়ে মন্তব্য করেছেন।

তিনি বলেন, “শাহবাগের লাকি মেয়েটি কোন প্রেতাত্মা, তা আমরা জানি। বিগত স্বৈরাচারী সরকারের আমলে ইমরান এইচ সরকার ও লাকি আকতারকে নিয়ে গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল শেখ হাসিনা সরকার এবং এদেরকে সরাসরি মদত দিতো ভারত।”

তার মতে, গণজাগরণ মঞ্চ গঠনের পেছনে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য ছিল এবং এটি সরকারের একটি স্বেচ্ছাচারী কর্মসূচির অংশ ছিল।

ফজলে হুদা বাবুল আরও অভিযোগ করেন যে ৫ই আগস্টের আগে লাকি আকতার গুম, খুন ও ধর্ষণের বিষয়ে সরব না হলেও, ৫ই আগস্টের পর থেকে তিনি হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে নানা স্ট্যাটাস দিতে শুরু করেন এবং এরপর তিনি শাহবাগে হাজির হন। তিনি দাবি করেন, এসব ঘটনা পরিকল্পিত এবং কারো মদতে সংঘটিত হচ্ছে।

সূত্র : https://youtu.be/5DitpIYsh2A?si=wZHxuFUXpFEuwU1G

আসিফ

×