
ছবিঃ সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, আমরা আমাদের দল থেকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আগামী নির্বাচন যেন এই বছরের মধ্যে অনুষ্ঠিত হয় সেই দাবি জানাই ও সেই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি।
তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন, দলের ভিতরে যারা হানাহানিতে ব্যস্ত থাকবে, কোন ধরনের টেন্ডারবাজি-চাঁদাবাজিতে ব্যস্ত থাকবে, কোন অনৈতিক ব্যবসায় ব্যস্ত থাকবে, তাদের পরিষ্কার বার্তা দেয়া আছে দল থেকে বহিষ্কার করে দেয়া হবে।
তিনি বলেন, ইতোমধ্যে প্রায় এক হাজারের বেশি নেতাকর্মীকে তাদের দুষ্কর্মের জন্য বহিষ্কার করা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান এই ব্যাপারে জিরো টলারেন্স দেখাচ্ছেন এবং দেখাবে। তার স্পষ্ট কথা, আমরা কোন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, বালু ব্যবসা কোন অনৈতিক কাজের সাথে বিএনপি জড়াবে না। বিএনপি আগামীতে দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করবে, সে জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন তারেক রহমান।
রিফাত