ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

আমরা রক্ত দিয়েছি গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য: মির্জা আব্বাস

প্রকাশিত: ০৩:০৭, ১৩ মার্চ ২০২৫

আমরা রক্ত দিয়েছি গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য: মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “বাংলাদেশ কারও তালুকদারি নয়”, কারও একক অধিকারে নয়।

বুধবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর শাহজাহানপুরে বিএনপির এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করার ইঙ্গিত দিয়ে কিছু রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, “আমরা গণতন্ত্রের জন্য, বাকস্বাধীনতার জন্য, ভোটের অধিকারের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। এখন ভোটের সময় এলে বলা হচ্ছে, এটা না করলে ভোট হবে না, ওটা না করলে ভোট হবে না। কেন? আওয়ামী লীগ দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবেছে বলেই যা খুশি তাই করেছে। এখন অন্যরাও কি তাই ভাবছে? বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের।”

আব্বাস নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “কথা বলার সময় হিসেব করে বলুন, যাতে আমাদেরও কড়া জবাব দিতে না হয়।” তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল ও নেতারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করছে, কিন্তু বাস্তবসম্মত কোনো ভূমিকা রাখছে না। “দেশের স্বার্থ তাদের কাছে বড় নয়, তারা শুধু বিরোধিতা করতেই ব্যস্ত। পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত এরা শুধু বিরোধিতাই করে আসছে, কিন্তু জনগণের জন্য কোনো ইতিবাচক ভূমিকা রাখেনি।”

নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেওয়া দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, “যারা বলছেন, নির্বাচন হতে দেওয়া হবে না, তারা বলুন তো, গত জুলাই-আগস্টের আন্দোলনে তাদের ক‘জন নেতা-কর্মী শহীদ হয়েছে? বিএনপির ৪২২ জন নেতা-কর্মী শহীদ হয়েছে। আপনাদের ক‘জন?”

গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, “আজকাল কিছু গণমাধ্যম কিছু দলের খারাপ দিক প্রকাশ করে না, ভালো দিক নিয়ে লেখে। কিন্তু বিএনপির ভালো দিক তুলে ধরে না, খারাপ কিছু পেলেই প্রচার করে।”

তিনি আরও বলেন, “একটা কথা আছে, সব পাখি মাছ খায়, কিন্তু দোষ পড়ে মাছরাঙার ওপর। আজ বিএনপির বিরুদ্ধে বলা সহজ হয়ে গেছে। বিএনপি একটি বড়, সুসংগঠিত দল, তাই এ দলের বিরুদ্ধে বদনাম রটানোতেই যেন সবার আনন্দ।”

দলের নেতাকর্মীদের সতর্ক করে আব্বাস বলেন, “আপনাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে, কিন্তু কিছু অসাধু ব্যক্তি চাঁদাবাজি ও অপরাধ করে বিএনপির নাম ব্যবহার করছে। এদের প্রতিহত করতে হবে, মুখে বা কাজে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি এসব অপরাধী ও চাঁদাবাজদের প্রতিহত করা না হয়, তবে বিএনপি জনগণের আস্থা হারাতে পারে। আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, বিএনপির অবস্থা আরও খারাপ হতে পারে।”

তিনি বিএনপির ভেতরে অনুপ্রবেশকারী অপরাধীদের চিহ্নিত করে দল থেকে বের করে দেওয়ার আহ্বান জানান এবং বলেন, “যদি সম্ভব হয়, তাদের পুলিশে সোপর্দ করুন। বিএনপিতে কোনো অপরাধী, চাঁদাবাজ বা দুষ্কৃতকারীর জায়গা নেই।"

আসিফ

×