ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বিএনপিতে কোনো চাঁদাবাজ-অপরাধীর জায়গা নেই: মির্জা আব্বাস

প্রকাশিত: ০২:৫৮, ১৩ মার্চ ২০২৫

বিএনপিতে কোনো চাঁদাবাজ-অপরাধীর জায়গা নেই: মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, "বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের।"

বুধবার (১২ মার্চ) রাজধানীর শাহজাহানপুরে বিএনপির এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, "আমরা গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকারের জন্য রক্ত ঢেলেছি। অথচ এখন ভোট নিয়ে শর্তারোপ করা হচ্ছে। আওয়ামী লীগ দেশটাকে নিজেদের সম্পত্তি ভাবছে, এখন অন্যরাও কি তাই ভাবছে?"

গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কিছু গণমাধ্যম নির্দিষ্ট দলগুলোর ভালো দিক তুলে ধরলেও বিএনপির ক্ষেত্রে শুধুমাত্র নেতিবাচক দিক প্রচার করছে।

দলের ভেতরের অপরাধীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, "বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি ও অপরাধ করছে, তাদের প্রতিহত করতে হবে। যদি সম্ভব হয়, তাদের পুলিশে দিন। বিএনপিতে অপরাধীদের কোনো জায়গা নেই।" 

আসিফ

×