
মওলানা মামুনুল হক ছবি: সংগৃহীত।
হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুল হক বলেছেন, বিগত সময়ে বাংলাদেশের ক্ষমতা পরিচালনায় দুটি সরকার কার্যকর ছিল—একটি ছিল শেখ হাসিনার সরকার, আরেকটি ইমরান এইচ সরকার।
বুধবার (১২ মার্চ) রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায় হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, হেফাজতে ইসলামের উত্থান ঘটে তখন, যখন শাহবাগ চত্বরে ব্লগারদের আন্দোলন নাস্তিক্যবাদ ছড়িয়ে দিতে চেয়েছিল। তিনি দাবি করেন, সে সময় ইসলাম ও রাসূল (সা.)-এর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য প্রচার করা হচ্ছিল এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছিল।
তিনি আরও বলেন, “বাংলাদেশের ক্ষমতা পরিচালনায় দুটি সরকার কার্যকর ছিল—একটি ছিল শেখ হাসিনার সরকার, আরেকটি ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন একটি বিকল্প শক্তি। শাহবাগ আন্দোলনের সময় ইমরান এইচ সরকারের নির্দেশনায় সচিবালয় খুলত এবং বন্ধ হতো, যা দেশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ ছিল।”
তার ভাষ্য, “সেই সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়েছিল। ভিনদেশি শক্তির ইন্ধনে শাহবাগ চত্বরে ষড়যন্ত্র চলছিল, যা দেশের স্বাধীনতার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছিল।”
এসময় তিনি আরও বলেন, “শাহবাগ আন্দোলন একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, যার মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলামের অবশিষ্ট চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল।”
সূত্র: https://www.youtube.com/watch?v=clz3v-lo_Cc
সায়মা ইসলাম