ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

আমাদের সংবিধান অনেক দেশের চেয়ে ভালো: এবিএম মোশাররফ

প্রকাশিত: ০১:০১, ১৩ মার্চ ২০২৫

আমাদের সংবিধান অনেক দেশের চেয়ে ভালো: এবিএম মোশাররফ

ছবি: সংগৃহীত

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের বর্তমান সংবিধান কার্যকর রয়েছে এবং তুলনামূলকভাবে এটি অনেক দেশের চেয়ে উন্নত ও কার্যকর। তবে প্রশ্ন হলো, এটি কতটুকু বাস্তবায়িত হচ্ছে?

তিনি বলেন, "সংবিধানের অনুচ্ছেদ ৭-এ স্পষ্টভাবে উল্লেখ আছে যে, জনগণ সকল কিছুর মালিক। কিন্তু জনগণের সেই মালিকানা নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।"

মোশাররফ হোসেন অভিযোগ করেন, "আমরা যারা শাসক, তারা কি জনগণের সেই অধিকার দিচ্ছি? এটি নিয়েই প্রশ্ন থেকে যায়।"

সংবিধান পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, "কিছু মতামতের সঙ্গে আমি ভিন্নমত পোষণ করি। নতুন সংবিধান প্রণয়নের জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন।

শিলা ইসলাম

×