ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সংস্কারের নামে আমরা নির্বাচনকে প্রলম্বিত করতে পারিনা: আহমেদ আযম

প্রকাশিত: ০০:৪৭, ১৩ মার্চ ২০২৫

সংস্কারের নামে আমরা নির্বাচনকে প্রলম্বিত করতে পারিনা: আহমেদ আযম

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বুধবার (১২ মার্চ) দুপুরে নগরীর কাজির দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে বলেন, “বিএনপির প্রায় ১০০০ এর বেশি নেতাকর্মীকে তাদের দুষ্কর্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে, সংস্কার কার্যক্রম অত্যন্ত মন্থর গতিতে এগুচ্ছে। ডক্টর ইউনুসের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে— সম্মানের সাথে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেয়া।” তিনি আরও বলেন, “এমন কোন দায়িত্বহীন বক্তব্য দেবেন না, যাতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়।”


তিনি উল্লেখ করেন, “৫ই আগস্টের পর আমরা যে মুক্ত বাংলাদেশ পেয়েছি, তা জনগণের ভোটের অধিকার এবং মানবাধিকার বাস্তবায়নের জন্যে একটি অবাদ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য জরুরি। তবে, সাত মাসে লক্ষ্য করছি যে সংস্কার অত্যন্ত মন্থর গতিতে এগুচ্ছে। কিছু প্রস্তাবনা জমা হলেও, এর বাস্তবায়ন নিয়ে এখনো একটি সভা অনুষ্ঠিত হয়নি। সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করা আমাদের পক্ষে সম্ভব নয়।”
আহমেদ আযম আরও বলেন, “আমরা দেখতে পাচ্ছি যে কিছু রাজনৈতিক দল নির্বাচনকে প্রলম্বিত করার জন্যে নানা ধরনের পায়তারা করছে। এটা গণতন্ত্রের জন্যে অত্যন্ত ক্ষতিকর। অর্থনীতির জন্যে অত্যন্ত ক্ষতিকর। আমরা মনে করি, কারোর ব্যক্তিগত বা দলীয় স্বার্থে আমরা জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিতে পারি না। এই মুহূর্তে নির্বাচন প্রলম্বিত হওয়া মানেই জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেয়া।”


তিনি বলেন, “ডক্টর ইউনুসের জন্য সুবর্ণ সুযোগ একটি অবাদ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে সম্মানের সাথে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেয়া। এই সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনুস আশা করি উপলব্ধি করবেন এবং এই সুযোগ তিনি হারাবেন না। কারণ নির্বাচন প্রলম্বিত হলে যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, নারীর উপরে যেভাবে হামলা হচ্ছে, শিশুদের উপরে যেভাবে জঘন্য রকমের অপরাধ হচ্ছে, তাতে করে এই সরকার দিন দিন একটা অস্থিতিশীলতার দিকে এগুচ্ছে। যেজন্যে জনগণ মনে করছে এই মুহূর্তে এই সরকারের উচিত নির্বাচনের মধ্য দিয়ে বিদায় নিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেয়া। নির্বাচিত সরকারই একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে।”


এছাড়াও তিনি বলেন, “এই নির্বাচনকে সামনে রেখে, কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদের দোসরদের নিয়ে ইফতার করতে যাচ্ছে। ফ্যাসিবাদের দোসরদেরকে ক্ষমা করে দেবে, আবার আরেক সময় বলছে তাদের বিচার করবে, নানা ধরনের একেকদিন একেক কথা বলে জাতিকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। আমি বলব, সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে, এমন কোন দায়িত্বহীন বক্তব্য দেবেন না যাতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়। এমন কোন দায়িত্বহীন বক্তব্য দেবেন না, যাতে আগামী দিনে গণতন্ত্রের অগ্রযাত্রা বিনষ্ট হয়।”


“আমরা কিন্তু এই ব্যাপারে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান জিরো টলারেন্স দেখিয়েছেন এবং দেখাচ্ছেন। তার স্পষ্ট কথা, আমরা কোন ধরনের টেন্ডারবাজি, চাদাবাজি, বালি ব্যবসা, মাটি ব্যবসা, কোন অনৈতিক কাজ, কোন কিছুর সাথে বিএনপি জড়াবে না। বিএনপি আগামী দিনে দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করবে। সেজন্যেই নেতাকর্মীদের প্রস্তুতি নিতে দেশনায়ক তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন।”


সূত্র:https://tinyurl.com/ypv7exj4

আফরোজা

সম্পর্কিত বিষয়:

×