
ছবি: সংগৃহীত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন যে, একটি লোভী রাজনৈতিক দল ও কিছু ব্যক্তি দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে চান না বলেই জাতীয় নির্বাচনের বিরোধিতা করছেন।
বুধবার (১২ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণের শাজাহানপুর থানা বিএনপি আয়োজিত ৩১ দফা ও জনসম্পৃক্ত বিষয়ক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
ভোটের অধিকার আদায়ের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছে দাবি করে মির্জা আব্বাস বলেন, "দেশের স্থিতিশীলতার স্বার্থে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। যদি সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা হয়, তবে জনগণ তা মেনে নেবে না।"
তিনি আরও বলেন, "কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে। আপনারা কোর্টকে ভয় পান কেন? আদালতকে ভয় পান কেন? তারা শুধু বলে— এটা না হলে নির্বাচন করা যাবে না, ওটা না হলে নির্বাচন করা যাবে না।"
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, "আমরা বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভেবেছিল, তাই যা খুশি তাই করেছে। এখন আপনারাও কি তাই করবেন?"
সায়মা ইসলাম