ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শেরাটন হোটেলে আমি একাই ইফতার করার সাহস পাই নাঃ ফজলুর রহমান

প্রকাশিত: ০০:১৫, ১৩ মার্চ ২০২৫

শেরাটন হোটেলে আমি একাই ইফতার করার সাহস পাই নাঃ ফজলুর রহমান

ছবিঃ সংগৃহীত

মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোর বিলাসবহুল ইফতার আয়োজন সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার প্রতি অসংবেদনশীলতার প্রতিফলন।

তিনি বলেন, "আমি নিজেই শেরাটন হোটেলে একা ইফতার করার সাহস পাই না, অথচ হাজারো মানুষকে নিয়ে ইফতার আয়োজন করা হয়। এটি কোনো রাজনৈতিক আদর্শ হতে পারে না।"

আজ (১২ মার্চ) বুধবার এটিএন নিউজের একটি টকশোতে তিনি এসব মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, "আজ যখন ধান্দাবাজ, চান্দাবাজদের কথা শুনি, তখন মুক্তিযুদ্ধের সেই সময়ের কথা মনে পড়ে। আমরা তখন কেমন ছিলাম, আর আজকের রাজনৈতিক প্রজন্ম কেমন?"

তিনি বর্তমান রাজনৈতিক দলগুলোর বিলাসবহুল কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, "আমি তো এখনো সড়কের ডাল-ভাত খেয়ে থাকি। অথচ কিছু রাজনৈতিক দল শেরাটন হোটেলের মতো বিলাসবহুল জায়গায় ইফতার আয়োজন করছে।"

তিনি উল্লেখ করেন, দেশের ৬০ লাখ মানুষ বস্তিতে ঘুমায়, ১০ লাখ মানুষ রেলস্টেশন, সদরঘাট ও বাসস্ট্যান্ডে রাত কাটায়, ২৩% মানুষ দিনে মাত্র একবেলা খেতে পারে। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর এমন ব্যয়বহুল আয়োজন জনগণের প্রতি তাদের দায়িত্ববোধহীনতার পরিচায়ক বলে তিনি মন্তব্য করেন।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=Cb1VQOVeQyI

ইমরান

×