
ছবি: সংগৃহীত
রাজধানীতে এক ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল বন্ধ করতে হবে।
তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর অর্ধশতাব্দীরও বেশি সময় পার হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আদর্শ, চরিত্রবান ও দেশপ্রেমিক নাগরিক গঠনের কারখানায় রূপ নিতে পারেনি। দেশবাসী আর এ ধরনের হৃদয়বিদারক দৃশ্য দেখতে চায় না বলে মন্তব্য করেন তিনি।
একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, রমজান মাস চলে যাওয়ার পরও আদেশ মানার চর্চা অব্যাহত রাখতে হবে। শাসকের পরিবর্তন হলেও দেশের অপরাধ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তার মতে, কোরআনের শাসন প্রতিষ্ঠিত না থাকার কারণেই অপরাধ সীমা ছাড়িয়ে যাচ্ছে।
তিনি বলেন, "আজ যদি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য এবং রাষ্ট্রযন্ত্রের প্রতিটি ব্যক্তি আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করত, তাহলে গোয়েন্দা সংস্থা, পুলিশ বা র্যাবের প্রয়োজন হতো না।"
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভিডিও দেখুন: https://youtu.be/diM6fGFBNKI?si=3igNaBUDKZNKPCFP
এম.কে.