ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

নির্বাচনে যেই আসুক চব্বিশ ধারণ করতে হবে: উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক

মিজানুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম

প্রকাশিত: ২২:২৫, ১২ মার্চ ২০২৫; আপডেট: ২২:২৯, ১২ মার্চ ২০২৫

নির্বাচনে যেই আসুক চব্বিশ ধারণ করতে হবে: উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক

ছ‌বি: সংগৃহীত

উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে এসেছি। জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিয়ে আমরা চলে যাবো। এ দেশের মানুষ সতেরো বছর ভোট দিতে পারেনি। আপনারা যাতে নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এই সরকার সেই ব্যবস্থা করছে। আর নির্বাচনে যেই আসুক চব্বিশের আদর্শ ও চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। 

বুধবার (১২ মার্চ) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা অডিটোরিয়ামে চরাঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নকল্পে ট্রেনিংপ্রাপ্ত নারীদের সাথে মতবিনিময় ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মতবিনিময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টা বলেন, "চব্বিশের আন্দোলন বাংলাদেশ রক্ষায় বৈষম্যের বিরুদ্ধে গণতন্ত্রের আন্দোলন। আজকের বাংলাদেশে কোনো বৈষম্য থাকবেনা। ধনী-গরীব থাকবেন সমঅধিকারে। আইন-প্রশাসন হবে সবার জন্য সমান।"

তিনি আরও বলেন, "আমি ঢাকায় থেকে শুনেছি ও জেনেছি কুড়িগ্রাম অবহেলিত একটি চরাঞ্চল বেষ্টিত জনপদ। এ জেলার চরবাসী মানুষ চরম বৈষম্যের শিকার, শিক্ষা-স্বাস্থ্য, কর্মসংস্থানে অনেক পিছিয়ে। ঢাকার উন্নয়ন দিয়ে এ জেলার উন্নয়ন হবেনা। এ অঞ্চলের সত্যিকার উন্নয়নের জন্য একটি চর মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন প্রয়োজন। কুড়িগ্রামবাসীর এ দাবি আদায়ে আমিও লড়বো।"

এর আগে তিনি জেলা সফরে কুড়িগ্রাম সার্কিট হাউসে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ও আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল বিতরণ ও টি আর প্রকল্পের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। 
উপজেলা প্রশাসক সিব্বির আহমেদের আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক রেজওয়ানুর রহমান, জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ অনেকে। 

আবীর

×