
ছবি: সংগৃহীত
জনপ্রিয়তা না থাকলেও কিছু রাজনৈতিক দল এখন ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, কিছু দুষ্কৃতিকারী দলীয় অপকর্ম ও চাঁদাবাজির দায় বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে। এসব অপরাধীদের প্রতিরোধের আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ‘৩১ দফা’ কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মির্জা আব্বাস এসব কথা বলেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীরা দলে ঢুকে বিএনপির সুনাম ক্ষুণ্ন করতে চাইছে। এদের চিহ্নিত করে দল থেকে বের করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, “অনেকেই এখন লম্বা-লম্বা কথা বলে, কিন্তু তারা নিজেরাই অপকর্মে জড়িত। চাঁদাবাজি ও দুষ্কর্ম করে বিএনপির ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে কিছু মহল। এসব অন্যায় প্রতিহত করতে হবে।”
আওয়ামী লীগের বর্তমান অবস্থা তুলে ধরে বিএনপির এই নেতা সতর্ক করে বলেন, “জনগণের মন থেকে যদি বিএনপি হারিয়ে যায়, তাহলে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ পরিণতি হতে পারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বারবার এ বিষয়ে সতর্ক করেছেন।”
তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।
ভিডিও দেখুন: https://youtu.be/NblAJED2CvY?si=kxcljAz-zb1ehFaI
এম.কে.