
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম জানিয়েছেন, জুলাই আন্দোলনে অসংখ্য নেতা-কর্মীর আত্মত্যাগেই দেশের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়েছে। তিনি বলেন, "এখনও আমাদের ছয়জন ভাইয়ের কোন খোঁজ নেই। তারা কোথায়, কী অবস্থায় আছেন, সে সম্পর্কে আমরা কিছু জানি না। এই আন্দোলনে কোনো একক মাস্টারমাইন্ড নেই, বরং আমাদের অসংখ্য ভাই শহিদ হয়েছেন, রক্ত দিয়েছেন, অনেক ভাই পঙ্গুত্ব বরণ করেছেন, হাজারো ভাই গুম হয়েছিলেন, যাদের মধ্যে অনেকের লাশ আমরা ফিরে পেয়েছি, আবার অনেককে আহত ও পঙ্গু অবস্থায় পেয়েছি।"
জাহিদুল ইসলাম আরও বলেন, "আমাদের জনশক্তি দীর্ঘদিন ক্যাম্পাসে নানা ধরনের নিপীড়ন, গেস্ট রুম র্যাগিং এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তবে ছাত্রজনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং আল্লাহ তায়ালার রহমতে আমরা এই অমানবিক পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি। আলহামদুলিল্লাহ।"
শিবির সভাপতির ভাষ্যমতে, এই ঐতিহাসিক আন্দোলনে ছাত্রশিবিরের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বলেন, "ফ্যাসিবাদ পতনের এই সংগ্রামে আমরা ছাত্রজনতার পাশে থেকে কাজ করেছি এবং আমাদের অবস্থান থেকে সর্বাত্মক সমর্থন দিয়েছি।"
তিনি আরও বলেন, "এই আন্দোলনের প্রকৃত ক্রেডিট আমাদের শহিদ ও আহত ভাইদের। তাদের আত্মত্যাগ ও বীরত্বের ফলেই আমরা আজকের এই মুক্তির রাজপথে পা রাখতে পেরেছি।"
আবীর