
ছবি: সংগৃহীত
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন গণজাগরণ মঞ্চের কিছু নেতাকর্মীর সক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “কুখ্যাত গণজাগরণ মঞ্চের (শাহবাগী) কতিপয় নেতাকর্মীর আবির্ভাব কোনোভাবেই বরদাস্ত করা যায় না।”
ইশরাক হোসেনের মতে, গণজাগরণ মঞ্চের মাধ্যমে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আলেম সমাজের ওপর দমন-পীড়ন এবং বিরোধী মতের দমন নিশ্চিত করা হয়েছিল। তিনি বলেন, “এই মঞ্চের মাধ্যমে জুডিশিয়াল কিলিং, বাংলাদেশের আলেম সমাজের ওপর নির্মম নির্যাতন, ২০১৪ সালে খুনী হাসিনার ক্ষমতা দখল এবং বিএনপি সহ বিরোধী দলমত দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়। এর মাধ্যমে পরবর্তী ১০ বছর ফ্যাসিবাদী শাসনের ভিত গড়ে তোলা হয়েছিল।”
তিনি মনে করেন, গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এখন সময়ের দাবি। “এদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার বিকল্প অন্তর্বর্তীকালীন সরকারের নেই,” বলেন ইশরাক হোসেন।
আবীর