
ছবি:সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেছেন, "জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না।" তিনি গতকাল চট্টগ্রামের খাজা আজমেরী স্কুল মাঠে পাঠানতলী ওয়ার্ডের জনগণের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
এসময় তিনি দেশের চলমান অস্থিরতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "নির্বাচিত সরকার ছাড়া এই সব সমস্যার সমাধান সম্ভব নয়। দেশের মুক্তির জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই।"
আমীর খসরু আরও জানান, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। তিনি এও বলেন, "এখন নির্বাচিত সংসদ সদস্য কিংবা কাউন্সিলর নেই। তাহলে জনগণ তাদের সমস্যার সমাধান কোথায় যাবে? নির্বাচিত প্রতিনিধি ছাড়া জনগণের মনের কথা প্রকাশ করা সম্ভব নয়।"
আঁখি