ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

নিজাম উদ্দিন

স্বাধীনতার মূলনীতিই যুদ্ধ পরবর্তী সময় সংবিধানে যুক্ত করা হয়নি

প্রকাশিত: ১১:৩২, ১২ মার্চ ২০২৫

স্বাধীনতার মূলনীতিই যুদ্ধ পরবর্তী সময় সংবিধানে যুক্ত করা হয়নি

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির নেতা নিজামুদ্দিন একটি টেলিভিশন টকশোতে বলেন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে মহান মূলনীতির উপরে ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। যুদ্ধ পরবর্তী সময় সংবিধানে সেই মূলনীতি যুক্ত করা হয়নি। উল্টো সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষতার নামে জাতিকে দ্বিধা বিভক্ত করার মতো বিষয়কে যুক্ত করা হয়েছে। সেখানে ইসলাম ফোবিয়া ছড়ানো হয়েছে । অর্থাৎ আমাদের সংবিধানের মধ্যেই ফ্যাসিবাদী আচরণ সংযুক্ত রয়েছে। এই সংবিধান প্রধানমন্ত্রী কে একচেটিয়া ক্ষমতা প্রদান করেছে যেটা তাকে স্বৈরাচার হওয়ার জন্য অনুপ্রাণিত করে। যেই সংবিধানে একজন রাষ্ট্রপতি কে প্রধানমন্ত্রীর অধীনে পুতুল বানিয়ে রাখা হয়, সেটি কখনোই নিরপেক্ষ সংবিধান হতে পারে না ।

ফারুক

×