ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

গণ অভ্যুত্থান কি নির্বাচনের জন্য হয়েছিল? : আকবর হোসেন

প্রকাশিত: ০৭:১৩, ১২ মার্চ ২০২৫; আপডেট: ০৭:১৭, ১২ মার্চ ২০২৫

গণ অভ্যুত্থান কি নির্বাচনের জন্য হয়েছিল? : আকবর হোসেন

ছবি:সংগৃহীত

বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার,লন্ডন, আকবর হোসেন, সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে মন্তব্য করেছেন, "আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার কোন ধারাবাহিকতা নেই।

 

আমি মনে করি, এদেশের মানুষের আকাঙ্খা হলো একটি ধারাবাহিক গণতন্ত্র। যদি আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে না পারি, যদি ক্ষমতার হস্তান্তর সঠিকভাবে না হয়, তাহলে যত সংস্কারের কথাই বলি না কেন, এগুলো কখনোই টেকসই হবে না।"

তিনি আরও বলেন, "শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে পারলে, বিদ্যমান সমস্যাগুলোর ৬০%  এমনিতেই সমাধান হয়ে যাবে।" এবারের গণ অভ্যুত্থান সম্পর্কে তিনি বলেন, "গণ অভ্যুত্থানের ফলে মানুষের কিছু আশা আকাঙ্ক্ষা রয়েছে। অনেকেই প্রশ্ন করেন, গণ অভ্যুত্থান কি নির্বাচনের জন্য হয়েছিল? কেউ বলেন, গণ অভ্যুত্থান তো মানবাধিকার এর জন্য হয়েছিল, কেউ বলে মত প্রকাশের স্বাধীনতার জন্য হয়েছিল, কেউ বলে গণ অভ্যুত্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্ত মতপ্রকাশের জন্য হয়েছিল। কেউ বলে গণ অভ্যুত্থান হয়েছিল এত মানুষকে অন্যায়ভাবে হত্যার জন্য।"

 

 

 

 

তিনি এও উল্লেখ করেন, "সবগুলোই সঠিক কারণ, যে যার নিজের দৃষ্টিভঙ্গি থেকে রাস্তায় নেমেছে। যেহেতু এ দেশের মানুষ এটাকে সম্ভব করেছে, সুতরাং মানুষের মধ্যে একটা আশা জাগ্রত হয়েছে। তারা ভাবছে, যেহেতু সুযোগটা আমরা পেয়েছি, কেননা একটু চেষ্টা করে দেখি।" 

 

 

আকবর হোসেন বলেন, "যার ফলে সংস্কার বিষয়টি সামনে এসেছে। আমি মনে করি, যেটা চিফ এডভাইজারও বলেছেন, সংস্কার ও নির্বাচন দুটি একসাথে চলবে।"

আঁখি

×