
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন বলেছেন, তার দল গণপরিষদ নির্বাচনের পক্ষে। তবে এর অর্থ এই নয় যে, গণপরিষদ নির্বাচন হলে এনসিপি জিতবে এবং জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি জয়ী হবে। বরং জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই জয়ী হবে।
যমুনা টিভির একটি টক শোতে তিনি এসব কথা বলেন। টক শোতে উপস্থাপক তাকে প্রশ্ন করেন, বিএনপির রুমিন ফারহানা অভিযোগ করেছেন যে এনসিপি 'রাজার দল' এবং দলটি সংস্কার, নির্বাচন ও বিচার বিষয়ে সরকারের চেয়েও বেশি উদ্বিগ্ন।
এর জবাবে তাজনূভা জাবীন বলেন, “মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। নতুন বাংলাদেশে তরুণ সমাজ নতুন ধরনের রাজনীতি দেখতে চায়। তাই আমরা গণপরিষদ নির্বাচনের পক্ষে। আমরা চাই, নির্বাচিত গণপরিষদ সংবিধান সংস্কার করবে এবং তার অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে।”
বিএনপি গণপরিষদ নির্বাচনের প্রস্তাবকে ষড়যন্ত্র এবং নির্বাচন পেছানোর কৌশল হিসেবে দেখছে বলে উল্লেখ করেন জাবীন। নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে তিনি ব্যাখ্যা করে বলেন, “এনসিপি চায় বিগত অন্যায়-অত্যাচার ও অনাচারের বিচার ও সংস্কার হোক, আর বিএনপি চায় নির্বাচন। তাই বিএনপি যদি আমাদের সহযোগিতা করে, তবে আমরাও তাদের নির্বাচনের জন্য সহযোগিতা করব—নাহিদ ইসলাম এটাই বোঝাতে চেয়েছেন।”
আসিফ