ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

"জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় রাজনীতির পথিকৃৎ"

প্রকাশিত: ০৪:১২, ১২ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট নুরুল কবির গাজী সম্প্রতি গাজী টিভিতে প্রকাশিত একটি টক শোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমানের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেন, মেজর জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তিনি মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছিলেন।

গাজী টিভিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে নুরুল কবির আরো উল্লেখ করেন যে, মুক্তিযুদ্ধের পর একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় বহুদলীয় শাসনব্যবস্থা চালু করেছিলেন, যা দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করেছে।

এছাড়া নুরুল কবির মন্তব্য করেন বিএনপির এক নেতা বরকতুল্লাহ বুলুর মন্তব্য নিয়ে, যিনি জিয়াউর রহমানকে আল্লাহর ওলী হিসেবে অভিহিত করেছিলেন। তিনি বলেন, "জিয়াউর রহমান কখনো ধর্মশ্রয়াী রাজনীতি করেননি, বরং তিনি বহুদলীয় রাজনীতি চালু করেছিলেন, এবং এই কারণেই তাঁকে আমরা শ্রদ্ধার সঙ্গে মনে রাখব।"

সূত্র : https://youtu.be/b2CJyprzj-c?si=-ZoK_EXLbmJ-LvQb

আসিফ

×